Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২০২৩-২৪ অর্থ বছরে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন শুরু
বিস্তারিত
একটি জরুরি ঘোষণা সমাজসেবা অফিস হতে ভাতা পেতে কোন টাকা লাগে না/পিন নম্বর/ওটিপি চাওয়া হয়না।বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, যে কোন কম্পিউটারের দোকান এমনকি যে কোন স্মার্ট ফোন হতে https://mis.bhata.gov.bd/onlineApplicationএই লিংকে প্রবেশ করে ভাতার জন্য আবেদন করা যাবে। উল্লেখ্য, যারা ইতোমধ্যে ভাতা পাচ্ছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।আবেদন করতে যা যা লাগবে-বয়স্ক ভাতা-১. এনআইডি কার্ড (বয়স: পুরুষ-৬৫, মহিলা-৬২ বা তদূর্ধ্ব)২. নগদ হিসাব খোলা আছে এমন মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নম্বর)
প্রতিবন্ধী ভাতা-১. এনআইডি কার্ড অথবা জন্মনিবন্ধন কার্ড ২. উপজেলা সমাজসেবা কার্যালয় হতে প্রদত্ত সুবর্ণ নাগরিক পরিচয়পত্র ৩. নগদ হিসাব খোলা আছে এমন মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নম্বর)
বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা-১. এনআইডি কার্ড ২. স্বামীর মৃত্যু সনদ/ইউনিয়ন পরিষদ হতে প্রদত্ত বৈধব্য সনদ বা স্বামী নিগৃহীতা সনদ৩. নগদ হিসাব খোলা আছে এমন মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নম্বর)জনস্বার্থে বিষয়টি ব্যাপকভাবে প্রচার এবং অনলাইন আবেদন করার ক্ষেত্রে সর্বসাধারণ কে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো। মনসুর আহমেদউপজেলা সমাজসেবা অফিসারসখিপুর,টাঙ্গাইল।



ডাউনলোড
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
10/08/2023
আর্কাইভ তারিখ
15/09/2023